গত কিছুদিন ধরে অনেকেই আমাদের মেসেজে, ফোনে, পোস্টে জানাচ্ছেন “Bikebd” নামে একটা ফেসবুক ফ্যান BikeBD এর নাম ও লোগো ব্যবহার করে তাদের ফেসবুক ফ্যান পেজ থেকে বর্ডার ক্রস/চুরি/ অবৈধ বাইক বিক্রি করছে এবং অনেকেই এ নিয়ে প্রতারিত হয়েছেন।
আমি স্পস্ট করে বলতে চাই, এধরনের কোন অবৈধ কাজে বাইক বিডি কখনো জড়িত ছিলও না এবং ভবিষ্যতে ও থাকবে না। www.bikebd.com একটি ব্লগ বা ম্যাগাজিন। একটি কোন দোকান নয় যে বাইক বিক্রি এর সাথে এটি জড়িত।
আমরা ইতিমধ্যে ঐ পেজ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেছি। BikeBD.com এর সমস্ত কিছু কপিরাইট এবং ট্রেডমার্ক করা। এখানে আমাদের অনুমতি ব্যাতিত যে কোন মাধ্যমে বাইক বিডি এর লোগো ও নাম ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।

আমি সকল গ্রুপ মেম্বার কে অনুরধ করবো সচেতন হওয়ার ও এধরনের যে কোন ভাউতাবাজি ও অবৈধ বাইক বিক্রি/ কেনবেচা থেকে দূরে থাকার।এই গ্রুপে অনেক আইন শৃঙ্খলা বাহিনির লোক রয়েছেন, তাদের প্রতি অনুরধ থাকবে এই বিষয়ে একটু নজরদারি ও ব্যবস্থা নেয়ার। ঐ পেজ থেকে যে ভাবে বিজ্ঞাপন দিয়ে কম দামে বাইক বিক্রি হচ্ছে, তা তে সহজেই বোঝা যায় এইগুলো চুরি অথবা অবৈধ বাইক।
অনেকেই ইতিমধ্যে প্রতারিত হয়ে অভিযোগ করছেন, উনারা নাকি আগে বিকাশে ৩০০০ টাকা পাঠাতে বলেন তারপর বাইক কুরিয়ার করে দিবেন। কিন্তু এর পর আর বাইক পাঠান না।
সাবধান হওন। প্রতারিত হবেন না…
BikeBD অফিশিয়াল ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/BikeBD
BikeBD অফিশিয়াল ফেসবুক ফ্যানপেজঃ https://www.facebook.com/bikebangladesh/
BikeBD অফিশিয়াল ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/bikebd/
BikeBD অফিশিয়াল ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/bike.bd/
BikeBD অফিশিয়াল অফিশিয়াল টুইটারঃ https://twitter.com/BikeBD
Happy 8th Anniversary of BikeBD – Wasif Anowar December 13, 2020 at 3:38 am
[…] Important Notice About BikeBD […]